বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম এর উপদেষ্টা, মো. কল্লোল আলী বাবু, আহ্বায়ক মো. শাহ্ আলম সুরমা ও সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন-
সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সমাজের সত্য তুলে ধরাই আমাদের প্রধান দায়িত্ব। কিন্তু এই পেশায় যুক্ত থেকে আমরা দিনের পর দিন উপলব্ধি করছি—সাংবাদিকরা দেশে সবচেয়ে বেশি অনিরাপদ ও সবচেয়ে বেশি অরক্ষিত একটি শ্রেণি। এই কঠিন বাস্তবতা উপলব্ধি করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ) সাংবাদিক সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে বাধ্য হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি, যারা আজ আমাদের বাহবা দেয়, পরিস্থিতি বদলালেই তারাই আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। যাদের স্বার্থে আমরা রিপোর্ট করি, প্রয়োজন শেষ হলে তারাই আমাদের প্রতি চরম অমানবিক আচরণ করে। এমনকি যেসব প্রতিষ্ঠান আমাদের বেতন দেয়, তারাও কোনো রকম সংকটে আমাদের পাশে দাঁড়ায় না। সত্য বলার দায়ে সাংবাদিকেরা হয়রানি, নির্যাতন এবং কখনো কখনো প্রাণ হারানোর শিকার হচ্ছেন।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, সাংবাদিকতা করতে গিয়ে নিজের জীবন, নিরাপত্তা এবং পারিবারিক শান্তিকে কখনো উপেক্ষা করা উচিত নয়। আপনার কাজ পেশাদারিত্বের সঙ্গে করবেন, তবে নিজের নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনা করবেন। আমরা দেখতে পাচ্ছি, সাংবাদিক হত্যার বিচার অবহেলিত হচ্ছে; বছরের পর বছর তদন্ত ঝুলে থাকে। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের দীর্ঘসূত্রিতাই তার বড় প্রমাণ।
বিসিআরএফ মনে করে, সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার সংস্কৃতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের জন্য নয়—নিজের জীবনের সুরক্ষা ও সততার প্রশ্নে কোনো আপস নয়। সত্যিকারের মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হবে, যখন আমরা নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করবো এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করবো।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ) সব সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছে—সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, সম্মানিত থাকুন। প্রয়োজনে আমরা সবাই একসাথে হবো, আমাদের সম্মান ও অধিকার রক্ষায় আপসহীন থাকবো।
বার্তা প্রেরক,
মোহাম্মদ জাকির হোসেন
সদস্য সচিব
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম
বিসিআরএফ।