ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শামিম আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি মা, ৪ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য রাশেদ আহমেদ মিতুলের বড় ভাই।
আজ বাদ আসর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
শামিম আহমদের মৃত্যুতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ) গভীর শোক প্রকাশ করেছে। বিসিআরএফ-এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সন্তপ্ত পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য:
রাশেদ আহমেদ মিতুল
মোবাইল: ০১৫৫২৩২৪২৩৯বার্তা প্রেরক:
মোহাম্মদ জাকির হোসেন
ভারপ্রাপ্ত সভাপতি
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ)
মোবাইল: ০১৭৩১-৫৭৪৫০৯